, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফিরে গেল লোকাল ট্রেন

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ০৬:১৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ০৬:১৮:৩৪ অপরাহ্ন
ফিরে গেল লোকাল ট্রেন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে প্রায় ৭ ঘন্টা দাঁড়িয়ে থেকে অবশেষে ঈশ্বরদীতে ফিরে গেছে লোকাল ট্রেন (৯৯ নম্বর)। মঙ্গলবার ভোরে এই পথে টাঙ্গাইলের বেতৈর এলাকায় রংপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পিছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তরা লের ট্রেন চলাচল প্রায় সাড়ে ৯ ঘন্টা বন্ধ থাকে। 

এ সময় বেশ কয়েকটি লোকাল ও আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম অ লে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। উক্ত ৯৯ নম্বর লোকাল ট্রেনটি ঈশ্বরদী থেকে ছেড়ে এসে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় উল্লাপাড়া স্টেশনে আটকে পড়ে। এই ট্রেনটি ঈশ্বরদী-ঢাকার মধ্যে প্রতিদিন চলাচল করে থাকে। 

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে দায়িত্ব প্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল বাতেনের সঙ্গে কথা বললে তিনি জানান, উক্ত লোকাল ট্রেনটি ৭ ঘন্টা উল্লাপাড়া স্টেশনে দাঁড়িয়ে থাকার পর রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ট্রেনটি বাতিল করা হয়। ফলে উল্লাপাড়া স্টেশনে ইঞ্জিন ঘুরিয়ে বেলা দেড়টায় ট্রেনটি আবার ঈশ্বরদী ফিরে যায়। তবে এই দীঘ সময়ে ওই ট্রেনের যাত্রীরা সবাই উল্লাপাড়া স্টেশনে নেমে যায়। পরে ট্রেনটি যাত্রী ছাড়াই উল্লাপাড়া স্টেশন ত্যাগ করে। 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা