, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৭২ ঘণ্টায় ইসরায়েলের ৬০ সামরিক যান ধ্বংস 

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ০৪:৩৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ০৪:৩৯:২৩ অপরাহ্ন
৭২ ঘণ্টায় ইসরায়েলের ৬০ সামরিক যান ধ্বংস  ছবি: সংগৃহীত
গাজায় স্থল অভিযানের পরই থেকেই হামাসের প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। গত দেড় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর বিপরীতে নিজেদের সক্ষমতা অনুযায়ী ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

হামাসের পদচিহ্ন মুছে দিতে ইসরায়েলের এই অভিযান চললেও গোষ্ঠীটির হামলায় গত তিন দিনে ৬০ টিরও বেশি ইসরায়েলি সামরিক যান ধ্বংস হয়ে গেছে। খবর আনাদলু এজেন্সি 

আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, হামাসের যোদ্ধারা গত ৭২ ঘণ্টায় গাজায় ৬০টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে বলে সোমবার হামাসের সামরিক শাখা দাবি করেছে। 

আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেছেন, গত তিন দিনে হামলার শিকার এসব ইসরায়েলি সামরিক যানের মধ্যে ১০টি সেনা সদস্য বহনকারী যানও রয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।

গত দেশ মাস ধরে ইসরায়েলের হামলা ইতোমধ্যেই ১৩ হাজার ৩০০ জনে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যাই সাড়ে ৫ হাজারের বেশি।
সর্বশেষ সংবাদ