, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ , ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


রংপুর-৩ আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন জিএম কাদের

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ০৩:৫২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ০৩:৫২:৪৯ অপরাহ্ন
রংপুর-৩ আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন জিএম কাদের
রংপুর-৩ আসন থেকে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রংপুর নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু।

এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাফিয়ার রহমান শাফি, কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান, আইনজীবী ফেডারেশনের সদস্য মাসুদার রহমান, জাপা নেতা আতোয়ার রহমান, নুরন্নবী চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ করে জাপা নেতা আজমল হোসেন লেবু বলেন, দলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে তিনি রংপুর সদর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে কারণেই তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরমসহ যাবতীয় কাগজপত্র নেওয়া হয়েছে। আজ রাতেই ঢাকায় মনোনয়নপত্রটি দলের চেয়ারম্যানের কাছে পৌঁছানো হবে। 

মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দসহ রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্য নেতারা আসেননি।

এই নিয়ে দলের মধ্যে বিভক্তি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজমল হোসেন লেবু বলেন, দলের মধ্যে কোনও বিভক্তি নেই। বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত থাকায় অনেকে আসেননি। তাছাড়া শোডাউন না করার একটি নির্দেশনা আছে ইসির। আমাকে দলের চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ বেশ কয়েকজন শীর্ষ নেতা তাকে একই নির্দেশ দিয়েছেন। আর মনোনয়নপত্র দাখিল করার সময় জেলা ও মহানগর জাতীয় পার্টির সব নেতাই উপস্থিত থাকবেন।

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর রহমান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে রংপুর-৩ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন দলের সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু।
সর্বশেষ সংবাদ
চলুন সবাই যার যার ভুল সংশোধন করি: শেখ হাসিনাকে দেয়া চিঠি নিয়ে জয়

চলুন সবাই যার যার ভুল সংশোধন করি: শেখ হাসিনাকে দেয়া চিঠি নিয়ে জয়