, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ , ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ


সাকিব পলিটিক্সের ‘পি’ জানে না, ও কেন নির্বাচন করবে: মিশা

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ০২:৫২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ০২:৫২:৩৩ অপরাহ্ন
সাকিব পলিটিক্সের ‘পি’ জানে না, ও কেন নির্বাচন করবে: মিশা ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২। এদিকে সাকিবের মনোনয়ন সংগ্রহের খবর ভক্তদের বেশ অবাক করেছে। বিষয়টি নিয়ে অনেকেই সাকিবের সমালোচনাতেও মেতেছেন। সাধারণ মানুষের পাশাপাশি জাতীয় দলের অধিনায়কের তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহ নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন অভিনেতা মিশা সওদাগরও।

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মিশা সওদাগর বলেছেন, এখনই সাকিব আল হাসানের খেলার মাঠ ছেড়ে রাজনীতিতে আসা ঠিক হবে না। দেশের মানুষের বড় আবেগের  জায়গা ক্রিকেট। সেই ক্রিকেটের নায়ক সাকিব। সে যদি এখন রাজনীতিতে চলে আসে, কীভাবে হবে?

খেলায় কোন সাম্প্রদায়িকতা নেই এখানে সবাই এক, তবে রাজনীতিতে আছে। এমন জায়গায় সবার প্রিয় মানুষটাকে আসা উচিত হবে না বলেই মনে হয় আমার বললেন মিশা।

জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের মনোনয়ন সংগ্রহের পর এভাবেই প্রতিক্রিয়া জানান এই অভিনেতা। মিশা সওদাগর আরও বলেন, সাকিব জানে খেলার নাড়ি নক্ষত্র ও তো পলিটিক্সের ‘পি’ও জানে না। ও হঠাৎ পলিটিক্স করবে কেন? সামনে তো অনেক সময় আছে।
 
মাশরাফিকে উদাহরণ হিসেবে নিয়ে মিশা বলেন, ‘মাশরাফি যেমন ক্যারিয়ারের শেষদিকে নির্বাচনে এসেছেন। সাকিবেরও তাই করা উচিত। ও বিশ্ব ক্রিকেটের প্রতিনিধি। তাকে একটু ভেবেচিন্তে পলিটিক্সে আসতে হবে।’
 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন