, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জাতিসংঘের

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ০২:১৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ০২:১৮:০৫ অপরাহ্ন
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জাতিসংঘের ছবি: সংগৃহীত
বাংলাদেশে ‘একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন’ আয়োজনের আহ্বান জানিয়ে যাবে জাতিসংঘ। গতকাল সোমবার (২০ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়।

সম্প্রতি বাংলাদেশে নিবার্চন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয়টি উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যও প্রত্যাখ্যান করেছে সরকার। প্রশ্নে বলা হয়ে, ‘বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে (জাতিসংঘ) মহাসচিব কী পদক্ষেপ নিতে যাচ্ছেন। সরকার কি আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে?’

উত্তরে ডুজারিক ‘শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচনের ওপর দেন। তিনি বলেন, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনে জন্য সব অংশীজন, সরকার, রাজনৈতিক দলগুলোকে যা যা করতে পারেন, আমরা তা করার জন্য আহ্বান চালিয়ে যাব।
সর্বশেষ সংবাদ
টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা

টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা