, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এক রশিতে ঝুলছিল ২ বন্ধুর লাশ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৩ ১১:০৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৩ ১১:০৯:৪২ পূর্বাহ্ন
এক রশিতে ঝুলছিল ২ বন্ধুর লাশ
গাজীপুরের মৌচাকে নিখোঁজের একদিন পর এক রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  প্রাথমিকভাবে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন- জামালপুর জেলার পাঁচবাড়িয়া গ্রামের রাজ্জাকের ছেলে রিয়াদ ও একই জেলার ফয়াদিয়াচর গ্রামের হেলালের ছেলে মনির হোসেন। তারা দুই বন্ধু আইচ মার্কেট এলাকায় ভাড়া থেকে সিলভিয়া নামের একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার (১৬ মে) সকালে আইচ মার্কেট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার সকাল ৬ টার দিকে মৌচাক (মৌচাক আইস মার্কেট) জেনিস ফ্যাক্টরির নিজস্ব বাগানের রেন্ডি গাছের সাথে একই রশি দ্বারা গলায় ফাঁস নেওয়া অবস্থায় দুই যুবকের মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা দুইজন ওই ফ্যাক্টরিতে চাকরি করতেন। তারা সবসময় একসাথে চলাচল করতেন। সহকর্মীরা ও স্থানীয় লোকজন বলছেন, তারা দুইজন ভালো বন্ধু ছিলো।

মৌচাক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হবে। সবার সঙ্গে কথা বলে সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব