, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতায় ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি বিতরণ

  • আপলোড সময় : ২০-১১-২০২৩ ০২:১৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৩ ০২:১৭:১৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতায় ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি বিতরণ
ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে মিষ্টি বিতরণ করেন সমর্থকরা। এসময় আতশবাজি ফাটিয়ে আনন্দ-উল্লাস করেন তারা।

সুফল নামের এক যুবক জানান, খেলা আনন্দের বিষয়। ইন্ডিয়া নিজেদের দেশে খেলা বলে বেশিরভাগ খেলায় দুর্নীতি করেছে। এরমধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে পিচ পাল্টানো অন্যতম। আশা ছিল অস্ট্রেলিয়া একটি শক্ত দল তাদের সঙ্গে ভারত হারবে। আর সেটাই হলো। ভারত হারার প্রত্যাশায় আমি আগে থেকেই মিষ্টি ও আতশবাজি কিনে রেখেছিলাম। তিনি দাবি করেন, বেশিরভাগ মানুষ ফাইনালে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছে। ক্রিকেট একটি ভদ্র খেলা তাই ভদ্র দলকে সাপোর্ট করা প্রয়োজন।

এর আগে রবিবার ভারতের আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়েই ৬ উইকেটে জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’