, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


'বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন দেখে সুযোগ সৃষ্টি করা হবে'

  • আপলোড সময় : ২০-১১-২০২৩ ১২:৩৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৩ ১২:৩৬:৪৮ অপরাহ্ন
'বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন দেখে সুযোগ সৃষ্টি করা হবে' ফাইল ছবি
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন দেখে সুযোগ সৃষ্টি করা হবে। সেই সঙ্গে তিনি বলেন, ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে ভেবে দেখবে কমিশন। আজ সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ কথা বলেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার শরিকরা। অন্যদিকে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের মিত্ররা তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহতের ঘোষণা করেছেন।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে তারা। এ অবস্থায় তফসিল ঘোষণা হলেও রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রাজনৈতিক দলগুলোর মধ্যে শেষ পর্যন্ত সমঝোতা হলে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে ভোটের ঘোষিত তারিখ পেছাতেও বলে জানিয়েছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
সর্বশেষ সংবাদ
প্রথম মাসের বেতনের পুরো টাকা ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

প্রথম মাসের বেতনের পুরো টাকা ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ