, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


কামারখন্দের মহাসড়কে গম বোঝাই ট্রাকে আগুন

  • আপলোড সময় : ২০-১১-২০২৩ ১১:৩৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৩ ১১:৩৮:২৮ পূর্বাহ্ন
কামারখন্দের মহাসড়কে গম বোঝাই ট্রাকে আগুন
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দের মহাসড়কে গম পরিবহনকারী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিনগত রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মফিজ মোড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কামারখন্দের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কামারখন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আব্দুর রহমান বলেন, রাতে খবর আসে মফিজ মোড়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল কাদের জিলানী বলেন,  গতরাত পোনে একটায় ঢাকা থেকে গম বোঝাই একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মফিজ মোড় পৌঁছালে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে । ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আনা হয়েছে।
সর্বশেষ সংবাদ
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা