, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ , ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ


যমুনায় নিখোঁজের তিনদিন পর শ্রমিকের লাশ উদ্ধার 

  • আপলোড সময় : ২০-১১-২০২৩ ১১:৩০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৩ ১১:৩০:১৯ পূর্বাহ্ন
যমুনায় নিখোঁজের তিনদিন পর শ্রমিকের লাশ উদ্ধার 
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: নিখোঁজের তিনদিন পর সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে নিখোঁজ শ্রমিক আকুব্বরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ১৯ নভেম্বর দুপুরে উপজেলার জোতপাড়া এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ আকুব্বরের মরদেহ উদ্ধার করে।

এর আগে গত বৃহস্পতিবার (১৬নভেম্বর) বিকেলে বেড়িবাঁধের কাজ করার সময় দুটো নৌকার সংঘর্ষে হালের বাড়িতে শ্রমিক আকুব্বর পড়ে গিয়ে নিখোঁজ হয়। নিহত আকুব্বর কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ ইউনিয়নের মৃত কাছেদ আলীর ছেলে।

এ বিষয়ে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির (ওসি) সামচুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলার জোতপাড়া এলাকার জনতা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন যমুনা নদীতে ভেসে উঠা নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য জোতপাড়া এলাকায় বালুবাহী দুই নৌকার সংঘর্ষে নৌকার হালের বাড়িতে মো.আকুব্বর (৫৫) নামের এক শ্রমিক নিখোঁজ হয়। বৃহস্পতিবার উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া এলাকায় যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান নাগরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
সর্বশেষ সংবাদ
সুপ্রিম পার্টির হয়ে সংসদ নির্বাচন করবেন হিরো আলম, প্রতীক ‘একতারা’

সুপ্রিম পার্টির হয়ে সংসদ নির্বাচন করবেন হিরো আলম, প্রতীক ‘একতারা’