, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ , ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ


১০ মন্ত্রী ও ১০০ আসন দিলে নির্বাচনে যাবে জাপা: মোস্তফা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৩ ০৫:৫৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ০৫:৫৪:৫০ অপরাহ্ন
১০ মন্ত্রী ও ১০০ আসন দিলে নির্বাচনে যাবে জাপা: মোস্তফা ছবি: সংগৃহীত
১০ জন মন্ত্রী, ১০০টি আসন এবং রংপুর বিভাগের ২২টি আসন ক্ষমতাসীন আওয়ামী লীগ ছেড়ে দিলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাবে জাতীয় পার্টিকে (জাপা)।

দুপুরে জরুরি বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেন জাপার প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাপার সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘জাতীয় পার্টি আর দালাল হিসেবে আখ্যায়িত হতে চায় না। স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায়। তবে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনে না যাওয়ার পক্ষে।’

রসিক মেয়র বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন আর জামায়াতে ইসলামী ছাড়া বাকি দলগুলোর কোনো ভোট নেই। বিএনপিসহ প্রধান দলগুলো নির্বাচন বর্জন করেছে। সেক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচন বর্জন করলে বর্তমান সরকার যেকোনোভাবে নির্বাচন করে নিতে পারবে। সরকারও হয়তো গঠন করতে পারবে। কিন্তু সেই নির্বাচন জনগণ ও বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে জাতীয় পার্টিকে চিন্তাভাবনা করেই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে নির্বাচন করতেই হয় তাহলে জাতীয় পার্টিকে ১০০ আসন, ১০ মন্ত্রী এবং রংপুর অঞ্চলের ২২টি আসনে ছেড়ে দেওয়ার ঘোষণা দিতে হবে।’ অন্যথায় আন্দোলন করার জন্য সব ধরনের প্রস্তুতি জাতীয় পার্টির আছে বলেও জানান দলের এ নেতা।
 
সর্বশেষ সংবাদ
সুপ্রিম পার্টির হয়ে সংসদ নির্বাচন করবেন হিরো আলম, প্রতীক ‘একতারা’

সুপ্রিম পার্টির হয়ে সংসদ নির্বাচন করবেন হিরো আলম, প্রতীক ‘একতারা’