, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সুনামগঞ্জে পুলিশ বিএনপি মুখোমুখি সংঘর্ষ 

  • আপলোড সময় : ১৯-১১-২০২৩ ০৪:১২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ০৪:১২:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জে পুলিশ বিএনপি মুখোমুখি সংঘর্ষ 
মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ বিপুল পরিমাণ টিয়ারশেল নিক্ষেপ করেছে। শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

আজ সকাল ১১ টায় শহরের জামতলা থেকে বিএনপি সমর্থকরা হরতালের সমর্থনে মিছিল করতে করতে পুরাতন বাসস্ট্যান্ডে আসে, একই সময়ে আরেকটি মিছিল নিয়ে আরপিন নগর থেকেও নেতা-কর্মীরা এগিয়ে আসতে থাকে। এ সময় পুলিশ মিছিল দুটিকে আটকানোর চেষ্টা করলে দুই দিক থেকে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় পুলিশ দুটি মিছিল লক্ষ্য করে  টিয়ারগ্যাস ছুরতে থাকে । ২০ মিনিট ব্যাপী পুলিশ ও বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যসহ দুজন সংবাদ কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান,  কত রাউন্ড টিয়ারগ্যাস ছুরা হয়েছে, তা আপাতত সঠিকভাবে বলা যাবেনা পরে বলতে হবে। বিএনপির ৩০-৪০ জন সদস্য পুলিশকে লক্ষ্য করে  ইটপাটকেল নিক্ষেপ করতে করতে দুই দিক থেকে এগিয়ে আসে। তাদের ছুড়া ঢিলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাদেরকে ছত্রভঙ্গ করতেই টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে। 
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান