, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ , ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ


জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে: আপিল বিভাগ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৩ ০১:১৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ০১:১৫:৩৩ অপরাহ্ন
জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে: আপিল বিভাগ ফাইল ছবি
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নির্বাচন নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রয়েছে। আজ রবিবার (১৯ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, হরতালের কারণ দেখিয়ে আইনজীবী আসতে পারবেন না জানিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানির জন্য ৬ সপ্তাহ সময় চায় দলটি। কিন্তু আদালত তা গ্রহণ না করে আপিল খারিজ করে দেন। এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রয়েছে।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে ইসির দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। পরে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই বছরের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী লিভ টু আপিল করে। ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।
সর্বশেষ সংবাদ
সুপ্রিম পার্টির হয়ে সংসদ নির্বাচন করবেন হিরো আলম, প্রতীক ‘একতারা’

সুপ্রিম পার্টির হয়ে সংসদ নির্বাচন করবেন হিরো আলম, প্রতীক ‘একতারা’