, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মানিকগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি-জাপা রাজনীতির হালচাল

  • আপলোড সময় : ১৯-১১-২০২৩ ১২:৪৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ১২:৪৬:৪১ অপরাহ্ন
মানিকগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি-জাপা রাজনীতির হালচাল
আবিদ হাসান, মানিকগঞ্জ থেকে: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের তিনটি আসনেই ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী প্রায় ডজন খানেক নেতা। তারা মাঠে নানা প্রচারণার পাশাপাশি কেন্দ্রে চালাচ্ছেন জোর লবিং। মানিকগঞ্জ-১ ও ২ আসনে প্রার্থী সংখ্যা সবচেয়ে বেশি।

আবার তিনটি আসনেই বিএনপিরও রয়েছে সম্ভাব্য একাধিক প্রার্থী। তবে এই মুহূর্তে কেন্দ্র ঘোষিত আন্দোলন ছাড়া অন্য কিছুই ভাবছেন না তারা। এদিকে কেন্দ্রের নির্দেশনা পেলে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে জাতীয় পার্টিরও।

পদ্মা-যমুনা পাড়ের জেলা মানিকগঞ্জ এক সময় বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত ছিলো। কিন্তু টানা তিন মেয়াদেই জেলার তিনটি আসন রয়েছে আওয়ামী লীগের দখলে। এবারো নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীদের শুরু হয়েছে তোরজোর। ব্যানার, পোষ্টার আর তোরণে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। দলীয় নানা কর্মসূচি আর সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন। জেলার শিবালয়,দৌলতপুর,হরিরামপুরের চরাঞ্চলেও ভোটারদের কাছে সরকারের উন্নয়নের চিত্র, পথসভা,প্রতিশ্রুতিসহ কোন কিছুতেই পিছিয়ে তারা।

শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য নন্দিত ক্রিকেট তারকা ও বিসিবি পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয়। প্রতিদ্বন্দিতামূলক নির্বাচনের মাধ্যমে দুই দফা সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দুর্জয় ছাড়াও এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর-মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস. এম জাহিদ, সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ এবিএম আনোয়ারুল হক, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা।

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এ কবির জিন্নাহ, জেলা কৃষক দলের আহবায়ক তোজাম্মেল হক তোজা ও প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র খোন্দকার আকবর হোসেন বাবলু ।

সিংগাইর ও হরিরামপুর উপজেলা এবং সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ ২ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতিরও দায়িত্ব পালন করছেন। মমতাজ ছাড়াও এই আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন দৌড়ে আছেন আরো বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলু। তার সঙ্গে প্রকাশ্য প্রচারণায় অংশ নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বলধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খানসহ ৮ ইউনিয়নের চেয়ারম্যান। দলের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ যুবলীগ নেতা ইঞ্জিঃ মোঃ আব্দুস সালাম চৌধুরী।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে এলাকায় আলোচনায় আছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ মাঈনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রীতা ও সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবিদুর রহমান রোমান।

২০০৮ সালে এই আসনে মহাজোটের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জেলা জাতীয় পার্টি সভাপতি আব্দুল মান্নান। এবারো তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণা চালাচ্ছেন।

মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা) আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা সবচেয়ে কম। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আওয়ামী লীগের তিন মেয়াদেই এই আসনে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। গত নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। এবার এই আসনে তিনি ছাড়াও দলীয় মনোনয়ন প্রত্যাশী সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, এফবিসিসিআই পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু।

বিএনপি প্রার্থী হিসাবে এই আসনে মনোনয় প্রত্যাশী মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতা, অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, একাধিক মনোনয়ন প্রত্যাশীর বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গেলাম মহীউদ্দীন বলেন, 'আওয়ামীলীগ একটি বড় দল। এখানে যোগ্য নেতা অনেক। একাধিক প্রার্থী থাকলেও তারা সবাই মাঠে নৌকাকে বিজয়ী করার কথা বলছেন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর কথা বলছেন। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সবাই নৌকার পক্ষেই কাজ করবেন। যতটুকু বিভেদ বিভক্তি আছে তাও থাকবে না বলে মনে করেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ কবির জিন্নাহ জানান, মানিকগঞ্জ বিএপির ঘাঁটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তিনটি আসনেই বিপুল ভোটে তাদের প্রার্থী জয় লাভ করবে। তিনটি আসনেই একাধিক প্রার্থী থাকলেও এই মুহুর্তে আন্দোলন ছাড়া অন্য কিছুই ভাবছেন না তারা।

জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ জানান, নির্বাচনে তিন আসনে একক প্রার্থী দোয়ার প্রস্তুতি রয়েছে তাদের। তবে দলীয় নির্দেশনার দিকে তাকিয়ে আছেন তারা। জোটবদ্ধ নির্বাচন হলে মানিকগঞ্জে অন্তত্ব দুটি আসন চাওয়া হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মানিকগঞ্জে মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬০ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ৬ লাখ ৩০ হাজার ৮৩২ জন পুরুষ, ৬ লাখ ২৯ হাজার ৯৫১ জন মহিলা এবং ৬ জন হিজড়া রয়েছে।নতুন ভোটার এক লাখেরও বেশি।

এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার আগামী ৭ জানুয়ারি ২০২৪ (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনক্ষন ঠিক করেছেন বলে জানা গেছে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা