, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৩ ১২:১৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ১২:১৪:১৪ অপরাহ্ন
ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ ছবি: সংগৃহীত
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শিরোপা নির্ধারণী লড়াইয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালটি শুরু হবে দুপুর আড়াইটায়। ফাইনালে দুইদলের জমজমাট এক লড়াই প্রত্যাশা করছে ক্রিকেট ভক্তরা।

এদিকে বিশ্ব আসরের ফাইনালে ভারতের একাদশ থাকতে পারে অপরিবর্তিত। পুরো টুর্নামেন্টে অপরাজিত দল ভারত একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করেনি। তাই সেমিফাইনালের একাদশই অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে থাকবেন শুভমান গিল। তিনে নামবেন ভারতীয় দলের এবং টুর্নামেন্টের সেরা ব্যাটার বিরাট কোহলি। চার এবং পাঁচে শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল। ছয় এবং সাতে যথাক্রমে সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজা। 

ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
 
সর্বশেষ সংবাদ
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা