, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ 

  • আপলোড সময় : ১৯-১১-২০২৩ ১০:৪৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ১০:৪৯:১৭ পূর্বাহ্ন
একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ 
চরফ্যাশন (ভোলা) থেকে: ভোলার চরফ্যাশনে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন তানজিলা বেগম নামে এক গৃহবধূ। শুক্রবার রাতে প্রাইভেট ক্লিনিক আধুনিক হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা.হোসনে আরার তত্বাবধানে লেবার ওয়ার্ডে নরমাল ডেলিভারির মাধ্যমে চার নবজাতক পৃথিবীর আলো দেখে।

নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে। এই খবরে ছড়িয়ে পড়ে হাসপাতালে প্রতিটি ওয়ার্ডে। পুরো হাসপাতাল-জুড়ে লোকজন জড়ো হতে থাকেন যমজ শিশুদের এক নজর দেখতে।

জানা গেছে, তানজিলা বেগম উপজেলার জাহানপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডে সোলেমান এর স্ত্রী। একসঙ্গে যমজ চার সন্তানের জনক হওয়ায় দারুণ খুশি সোলেমান।  

আধুনিক হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক তীতুমীর জানান , ডেলিভারী জনিত কারণে প্রসূতি শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ভর্তি হয়েছেন। ভর্তির একঘণ্টা পরেই তিনি স্বাভাবিক ভাবেই পর পর চারটি সন্তান প্রসব করেন। সন্তানদের মধ্যে ২জন ছেলে দুই কন্যা সন্তান। মা ও নবজাতকরা হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. হোসনে আরার তত্বাবধানে আছেন।

নবজাতকদের বাবা সোলেমান জানান, তার স্ত্রী এই প্রথম সন্তান জন্ম দিয়েছেন। এক সঙ্গে চার সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তারা স্বামী স্ত্রী উভয়ে খুশি।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু