প্রথম দিনেই ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের ১ হাজার ৬৪ মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সশরীরে উপস্থিত হয়ে ১ হাজার ৫০ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর অনলাইনে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মোট ১০৬৪ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে ঢাকা বিভাগে— ২১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১৯৮ জন, সিলেট বিভাগের ৫৫ জন, রাজশাহী বিভাগের ১৬৯ জন, খুলনা বিভাগের ১২৫ জন, বরিশাল বিভাগের ৭৫ জন, ময়মনসিংহ বিভাগের ১০৫ জন ও রংপুর বিভাগের ১০৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দলীয় মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর মধ্য দিয়ে দলটির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন হয়।
এবার দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।