, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাতের আঁধারে পোস্টারে সয়লাব: নিজেই জানেন না তিনি এমপি প্রার্থী 

  • আপলোড সময় : ১৮-১১-২০২৩ ০৩:৪৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৩ ০৩:৪৩:৫৫ অপরাহ্ন
রাতের আঁধারে পোস্টারে সয়লাব: নিজেই জানেন না তিনি এমপি প্রার্থী  ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যখন আসন্ন, চারিদিকে পোস্টার, ব্যানারের ছড়াছড়ি ঠিক তখনই একটি অসাধু মহল বিভ্রান্ত ছড়িয়ে অন্যের মানহানির অপচেষ্টায় লিপ্ত- যা ঢাকা ১৮ আসনে আলোড়ন সৃষ্টি করেছে। তেমনি একটি বিভ্রান্তিতে পড়েছেন ৫৪নং ওয়ার্ডের সফল কাউন্সিলর জাহাঙ্গীর হোসন যুবরাজ খান।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, উত্তরার এয়ারপোর্ট রোডের আশপাশের এলাকা, সেক্টরের বিভিন্ন রোডে জাহাঙ্গীর হোসেন যুবরাজ এমপি প্রার্থী হিসেবে দোয়া চান এমন পোস্টার। এটি নিয়ে জনমনেও বেশ কৌতূহলের জন্ম নিয়েছে। অনেকেই মনে করছেন, যুবরাজ খান এমপি হওয়ার প্রত্যাশায় নিজেই পোস্টার সাঁটিয়েছেন। যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

এ বিষয়ে যুবরাজ খান বলেন- তিনি কিছুই জানেন না। তিনি নিজে কখনো এমপি প্রার্থী হওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেননি। তারপরও কে বা কারা তার নামে পোস্টার ছাপিয়ে ওয়ালে ওয়ালে লাগিয়েছেন এটা নিয়ে তিনি নিজেও বিস্মিত।

তিনি বলেন- আজ সকালে এয়ারপোর্ট থেকে আমার একজন কর্মী ফোন দিয়ে জানায় ব্যাপারটি। আমি সিটির ৫৪নং ওয়ার্ডের একজন কাউন্সিলর হিসেবে দুই দুইবার নির্বাচিত হয়েছি। এমপি হব বা প্রার্থিতা চাই এমন কোনো ইচ্ছা আমার নেই। এ বিষয়ে, আমি আমার ভেরিফাইড ফেসবুকে একটি স্টাটাস দিয়েছি।

তিনি আরো বলেন- কে বা কারা আমাকে ছোট করার জন্য এমন নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে। এটা এতটাই নোংরামি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার মনে হয় কূটরাজনীতির কৌশল হিসেবে আমার বিরোধীপক্ষ বিরল এ নোংরামি করেছে। আমি আজকে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

তিনি তার নামে সাঁটানো এসব পোস্টার নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করেন যুবরাজ খান।।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান