এবার গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের আঁচ পড়েছে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে। যুদ্ধ শুরুর পর সেসব অঞ্চলের সাধারণ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার-নির্যাতন বাড়িয়ে দিয়েছে অবৈধ বসতিস্থাপনকারী ইহুদি এবং ইসরাইলি সেনারা।
এরমধ্যেই ভাইরাল হয়েছে এক ইসরাইলি সেনার ভিডিও। সেটিতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনের রামাল্লাহর বুদরুস গ্রামের একটি মসজিদে ফজরের আজান চলার সময় একটি স্টান গ্রেনেড ছুড়ছে ওই ইসরাইলি সেনা।
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল শুক্রবার ১৭ নভেম্বর এ ঘটনা ঘটে। আজান চলাকালীন মসজিদে গ্রেনেড ছোড়া ওই সেনাকে এরইমধ্যে বরখাস্ত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সংবাদমাধ্যম হারেৎজ ডেইলি জানিয়েছে, ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের অপদস্থ করে গত কয়েকদিন ধরে ভিডিও ধারণ করছে এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে। মসজিদে গ্রেনেড ছোড়ার বিষয়টি ওই ট্রেন্ডেরই ধারাবাহিকতা।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেদিন ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হন। ওই হামলার জবাবে গত ৪২ দিনে ইসরাইলের বোমা হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা অন্তত ৫ হাজার।