, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বদলগাছীতে গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইটভাটা মালিকের বিরুদ্ধে

  • আপলোড সময় : ১৮-১১-২০২৩ ১১:৩৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৩ ১১:৩৩:১৯ পূর্বাহ্ন
বদলগাছীতে গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইটভাটা মালিকের বিরুদ্ধে
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছীতে ইটভাটা মালিক মঞ্জুর বিরুদ্ধে একই গ্রামের গৃহবধু (২২) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
 
অভিযুক্ত মঞ্জুর হোসেন (৩৫) উপজেলার পাহাড়পুর ইউপির দেব্রাইল গ্রামের আবুল খায়ের হোসেনের ছেলে এবং স্থানীয় ইটভাটা মালিক। 
 
অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ই নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় গৃহবধুর স্বামী বাড়িতে না থাকার সুযোগে ইটভাটা মালিক মঞ্জুর হোসেন ঐ গৃহবধূর ঘরে ঢুকে ছোট ছোট বাচ্চার গলায় ছুরি ধরে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণ চেষ্টার সময় গৃহবধূর স্বামী লিটন হোসেন বাজার থেকে এসে হাতেনাতে মঞ্জুর হোসেনকে আটক করার চেষ্টা করলে তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে লিটন হোসেনকে মারধর করে পালিয়ে যায়। মঞ্জুর হোসেন পালিয়ে যাবার সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও পায়ের একটি জুতা ফেলে যান।
 
স্থানীয়রা বলেন, ধর্ষণ চেষ্টার সময় গৃহ বধুর ডাক-চিৎকারে পাশের বাড়ির শাপলা আক্তার দেখতে পায় একজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওই গ্রামের আবু বক্কর সিদ্দিক নামে একজন বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনাটি সত্য। বিভিন্ন সময় মঞ্জুর হোসেন ওই গৃহবধুকে কুপ্রস্তাব দিয়েছে বলে শোনা যায়। পরকীয়ার জের ধরে এই ধর্ষণের চেষ্টা ঘটনাটি ঘটেছে বলে অনেকেই মন্তব্য করেন। 
 
ভুক্তভোগী গৃহবধু বলেন, দীর্ঘদিন থেকেই ইটভাটার মালিক মঞ্জুর হোসেন আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। আমি তার কুপ্রস্তাবে রাজি না হলে সুযোগ পেয়ে ঘরে ঢুকে বাচ্চার গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করেন। এমন সময় আমি চিৎকার করিলে আমার স্বামী তাকে হাতেনাতে আটক করার চেষ্টা করেন। এসময় আমার স্বামী একা থাকায় তাকে মারধর করে মঞ্জুর হোসেন পালিয়ে যায়। তবে পালিয়ে যাবার সময় তার একটি মোবাইল ফোন এবং একটি জুতা ছেড়ে গেছেন বলে জানান তিনি। 
 
গৃহবধুর স্বামী লিটন হোসেন বলেন, আমার স্ত্রী বদলগাছী থানায় মঞ্জুর হোসেনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার একটি অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি টের পেয়ে ইটভাটার মালিক মঞ্জুর হোসেনের লোকজন থানায় আমাদের কয়েক জনের বিরুদ্ধে ৪ লাখ টাকা এবং একটি মোবাইল ছিনতাই এর অভিযোগ করেন। ছিনতাইয়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। 
 
এ বিষয়ে ইটভাটা মালিক মঞ্জুর হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, ঘটনাটি সত্য নয়, পূর্ব পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য এই অভিযোগটি করা হয়েছে। তবে ফেলে আসা মোবাইল ফোন ও জুতা তার বলে স্বীকার করেন তিনি। তিনি আরো বলেন অফিসার ইনচার্জ এর সাথে বিষয়টি নিয়ে বসা হবে। 
 
এ ব্যাপারে মঞ্জুর হোসেনের স্ত্রী বলেন, দির্ঘদিন ধরেই ঐ গৃহবধুর সাথে আমার স্বামীর সম্পর্ক রয়েছে। আমি তাকে ভালো করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নি। ঘটনাটি জানার পর শুক্রবার (১৭ই নভেম্বর) আমি সকালে গৃহবধুর বাড়িতে গিয়ে ফেলে আসা জুতা ও মোবাইলটি দেখেছি সেগুলো আমার স্বামীর। আমি ঘটনাটি নিশ্চিত হওয়ার পর আমি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে এসেছি। 
 
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান বলেন, গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে জানতে পারি । ওই গৃহবধূ থানায় এসে মঞ্জুর হোসেনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা