, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১২ হাজার

  • আপলোড সময় : ১৮-১১-২০২৩ ১০:১০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৩ ১০:১০:২২ পূর্বাহ্ন
ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১২ হাজার
এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ৪২ দিন পর নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। এছাড়াও আহত অবস্থায় আছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। আল জাজিরা জানিয়েছে, গতকাল (১৮ নভেম্বর) স্থানীয় সময় শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।
 
তিনি জানান, গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো এক হাজার ৮০০ শিশুসহ তিন হাজার ৭৫০ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি, যাদের ৭৫ শতাংশই নারী ও শিশু। তিনি জানান, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছুদিন নিহতের সংখ্যা আপডেট করা হয়নি। চিকিৎসক, নার্স ও প্যারামেডিক মিলিয়ে অন্তত ২০০ জন, সিভিল ডিফেন্স দলের ২২ জন এবং ৫১ সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি নিহত হয়েছেন।
 
ইসমাইল থাওয়াবতা জানান, গাজার প্রায় ২৫টি হাসপাতাল ও ২৫০ চিকিৎসা সেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। কমপক্ষে ৫৫টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে এবং ৯৫ হাজারেরও বেশি সরকারি স্থাপনা বিধ্বস্ত হয়েছে। তিনি আরও জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৭টি মসজিদ সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে, ১৬৫টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৩টি চার্চ ধ্বংস হয়েছে।

এদিকে ইসমাইল থাওয়াবতা জানান, ইসরায়েলি বাহিনীর হামলায় এই পর্যন্ত গাজার ৫ হাজারেরও বেশি সরকারি স্থাপনা বিধ্বস্ত হয়েছে। গত ৪২ দিনের এই হামলায় এখন পর্যন্ত কোনো বিরতি দেয়নি ইসরায়েল।
সর্বশেষ সংবাদ