, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভুলভ্রান্তি করলে মাফ করে দেবেন: পরিকল্পনামন্ত্রী

  • আপলোড সময় : ১৭-১১-২০২৩ ০৭:৫৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৩ ০৭:৫৮:২৭ অপরাহ্ন
ভুলভ্রান্তি করলে মাফ করে দেবেন: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। এলাকার মোটামুটি উপকার করলে আল্লাহর ওয়াস্তে আমাকে বিবেচনা করবেন। ভুলভ্রান্তি করলে মাফ করে দেবেন।

তিনি বলেন, আমাদের ভাটি অঞ্চলের উন্নয়ন কেউ অস্বীকার করতে পারবে না। যারা আগুন জ্বালায়, অবরোধ দেয় তারাও এটি অস্বীকার করতে পারবে না। যেটা চোখে দেখা যায় সেটা কীভাবে অস্বীকার করবে।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রথপাড়া ও শত্রুমর্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ছয়হারা গ্রামের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, সড়ক, সেতু, বিদ্যুৎ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ওষুধ প্রদানসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকারের এই উন্নয়ন কেউ অস্বীকার করতে পারবে না।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের নিজের স্বার্থে শেখ হাসিনাকে দরকার। আমরা আরও সড়ক, হাসপাতাল, স্কুল-মাদ্রাসা, মসজিদ-গোরস্থান, মন্দির-শ্মশান চাই। সেজন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমাকে বিবেচনা করবেন। কারণ এটাই আমার জীবনের শেষ নির্বাচন।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান