, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন ওয়াহাব রিয়াজ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৩ ০৭:৩৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৩ ০৭:৩৮:১৩ অপরাহ্ন
পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন ওয়াহাব রিয়াজ
চলতি বিশ্বকাপের মাঝেই প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন ইনজামাম। নির্দোষ প্রমাণিত হলে আবারও নির্বাচকের দায়িত্বে ফিরতে চেয়েছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তবে তদন্ত কমিটি এখনও কোনো তথ্য দিতে পারেনি। ফলে নতুন নির্বাচক বাছাই করে নিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। পাকিস্তানের নতুন নির্বাচক হিসেবে ওয়াহাব রিয়াজের নাম ঘোষণা করেছে তারা।
 
এদিকে চলতি বছরের আগষ্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়াহাব। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার দরজা খোলা রেখেছিলেন বাঁহাতি এই পেসার। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দায়িত্ব পেয়ে এই দুই সিরিজের জন্য দল ঘোষণা করার চ্যালেঞ্জ থাকছে তার সামনে।

পাকিস্তানের নির্বাচকের দায়িত্ব নেয়া নিয়ে ওয়াহাব বলেন, ‘ক্রিকেট সংক্রান্ত বিষয়ে সাবেক ক্রিকেটারদের জড়িত করা পিসিবির প্রশংসা পাওয়ার মতো সিদ্ধান্ত। আমি পাকিস্তানের ক্রিকেটের উন্নতিতে কাজ করতে ইচ্ছুক। নির্বাচন কমিটির নেতৃত্ব দেয়া চ্যালেঞ্জিং কাজ। সামনে আমাদের গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর রয়েছে যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। যা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপের আগে শক্তিশালী দল গড়ে তুলতে সহায়তা করবে।’

চলতি বিশ্বকাপ ব্যর্থতার পর নিজেদের ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পিসিবি। যেখানে মোহাম্মদ হাফিজকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়ে কাজ শুরু করেছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে প্রধান কোচের দায়িত্বও পালন করবেন তিনি। হাফিজের সঙ্গে মিলে পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিতে চান ওয়াহাব।

ওয়াহাব আরও বলেন, ‘পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট মোহাম্মদ হাফিজের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। পাকিস্তানের ক্রিকেটের উন্নতিতে আমরা নিবিড়ভাবে কাজ করবো। আমার প্রাথমিক লক্ষ্য হলো ঘরোয়ার সেরা পারফর্মারদের নিয়ে ভালো স্কোয়াড বানানো।’
আত্মসমর্পণ করলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি

আত্মসমর্পণ করলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি