আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে।
শুক্রবার বিকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় তার নাম চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম ঘোষণা করেন।
গত ৯ নভেম্বর শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সদস্যসচিব করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সে সময় কো-চেয়ারম্যান পদ শূন্য রাখা হয়েছিল। সেদিন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। নির্বাচন পরিচালনায় ১৪টি উপকমিটিও গঠন করেছে আওয়ামী লীগ।
এরআগে আজ বিকাল সোয়া তিনটার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় আসেন দলীয়প্রধান শেখ হাসিনা। পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
এদিন ভার্চুয়ালি যুক্ত হয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমার কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।