, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ , ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


মাত্র ১২৮ দিনে কোরআনে হাফেজ ৯ বছরের সাইফ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৩ ০৬:১৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৩ ০৬:১৬:৩০ অপরাহ্ন
মাত্র ১২৮ দিনে কোরআনে হাফেজ ৯ বছরের সাইফ
এবার মাত্র চার মাসেই পুরো কোরআন মুখস্থ করেছেন নয় বছরের শিশু সাইফ মাহমুদ। কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন সাতবাড়িয়ার মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী সাইফ। এই বিভাগ থেকেই সে বৃহস্পতিবার  ১৬ নভেম্বর পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন। তার উস্তাদের নাম হাফেজ মাসুদুর রহমান। সাইফের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কালিকাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল্লাহ মাহমুদ।
 
আজ শুক্রবার ১৭ নভেম্বর সাইফের বিষয়ে জানতে চাইলে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি এনামুল হক বলেন, আমাদের ছাত্র হাফেজ সাইফ মাহমুদ মাত্র ১২৮ দিনে (৪ মাস ৮দিন) হিফজুল কোরআন সম্পন্ন করেছে। তার মতো ছোট্ট একটি শিশু এত অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ায় আমরা বিস্মিত ও উচ্ছ্বসিত। আল্লাহ তাআলা তাকে যুগের বড় আলেম হিসেবে কবুল করুন।
 
তিনি আরো বলেন, সাইফ মাহমুদের অসাধারণ এ সাফল্যে তার বাবা-মা, সহপাঠী, উস্তাদ, মাদরাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই বেশ আনন্দিত ও গর্বিত। সাইফ মাহমুদের উস্তাদ হাফেজ মাসুদুর রহমান বলেন, ছোট্ট শিশুটি শুরু থেকেই অত্যন্ত নম্র ভদ্র ও বিনয়ী। প্রখর মেধার অধিকারী এ শিশু সর্বশেষ দিনে ৮ পৃষ্ঠা করে সবক শুনিয়েছে। আমি তার নেক হায়াত কামনা করি।
 
এদিকে প্রবাসে থাকা সাইফ মাহমুদের বাবা বলেন, বিদেশে থাকার পরও আমার আদরের সন্তান মাত্র ৯ বছর বয়সে এত অল্প সময়ে পূর্ণ কোরআন মুখস্থের বিরল সৌভাগ্য অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত, আবেগাপ্লুত। এজন্য আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায়ের পাশাপাশি সাতবাড়িয়া মাদরাসা দারুল উলূম ইসলামিয়া কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সাইফের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাই।
সর্বশেষ সংবাদ
রাতেই দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস

রাতেই দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস