, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কাশিরে সিরাপের মোড়কে ফেনসিডিল বিক্রি করেন 'ডাক্তার'!

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৩ ০৯:১৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৩ ০৯:১৪:৩৪ অপরাহ্ন
কাশিরে সিরাপের মোড়কে ফেনসিডিল বিক্রি করেন 'ডাক্তার'!
রাজধানীতে ফেনসিডিল বিক্রির অভিযোগে জাহাঙ্গীর আলম (৪৫) ও আজগর আলী ওরফে সনু (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৪ মে) দিবাগত রাতে মিরপুর মডেল থানার নিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ওষুধের মোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করেন।

বিষয়টি বিডি২৪রিপোর্টকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন। তিনি বলেন, তারা ওষুধেরমোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করতেন। গ্রেফতারকৃত জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তার চেম্বারআছে। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবিদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবেই।

তিনি আরও জানান,  চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন এবং ঢাকায় বিক্রি করেন। কেউ যাতে সন্দেহ না করে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি ফেনসিডিল ওষুধের মোড়কে সরবারহ করতেস। গতকালও তিনি 'তুলসী' নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতর করেই ফেনসিডিল আনেন। গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর মিজান টাওয়ারেরসামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই