, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রোহিতদের বিপক্ষে টস জালিয়াতির অভিযোগ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৩ ০২:৩২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৩ ০২:৩২:০১ অপরাহ্ন
রোহিতদের বিপক্ষে টস জালিয়াতির অভিযোগ
চলতি ওয়ানডে বিশ্বকাপে শুরু থেকেই যেন উড়ছে স্বাগতিক ভারত। এখন পর্যন্ত ১০ ম্যাচের সবকটিতে জিতে ফাইনালে উঠে গেছে রোহিত শর্মার দল। বলা যায় নিজেদের মাটিতে রীতিমতো অপ্রতিরোধ্য দলে পরিণত হয়েছে ভারত। তবে শুরু থেকেই অভিযোগ আসছে ভারতীয় দলের বিরুদ্ধে। স্বাগতিকদের বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা।

তিনি বলেছিলেন, ভারতীয় বোলারদের বিশেষ বল সরবরাহ করা হয়। বোলাররা বোলিং করার সময় বল বদলে দেওয়া হচ্ছে! হাসান রাজার এমন মন্তব্যের বিরোধিতা অবশ্য পাকিস্তানেরই সাবেক ক্রিকেটাররা করেছেন। এরপর অভিযোগ উঠেছে, আইসিসির অনুমতি ছাড়া সেমিফাইনালে নিজেদের সুবিধা মতো পিচ বেছে নেয় ভারতীয়রা। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন গতকাল দাবি করেছিল, স্পিনারদের সুবিধা দিতে আইসিসির অনুমতি না নিয়েই ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সেমিফাইনালের উইকেট পরিবর্তন করেছে।

অবশ্য পরে বিতর্কের মুখে আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আগেও এই ঘটনা দেখা গেছে। আয়োজক দেশের যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ প্রস্তুতকারকের পরামর্শে বদল হতে পারে। আইসিসির পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে জানানো হয়েছে। পিচ বদল হলে যে সেই পিচে খেলা ভালো হবে না তার কোনো কারণ নেই।’

এবার টস জালিয়াতির অভিযোগ উঠলো ভারতের অধিনায়ক রোহিত শর্মার বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত। পাকিস্তানের টিভি চ্যানেল জিও সুপারে বখত বলেন, ‘আমি কি সামান্য অপকর্মকেও সমর্থন করতে পারি? টসের সময় রোহিত মুদ্রা একটু দূরে ফেলে, সেটি প্রতিপক্ষ অধিনায়কের নাগালের বাইরে চলে যায়। নিজের পছন্দ অনুযায়ী মুদ্রার পিঠ উঠেছে কি না, এটা যেন প্রতিপক্ষ অধিনায়ক সেখানে গিয়ে দেখতে না পারে।’

এদিকে সিকান্দার বখতের মন্তব্য অনুযায়ী বোঝাই যাচ্ছে, টসের সময় দুই অধিনায়কের সঙ্গে উপস্থিত থাকা অফিসিয়ালরা ভারতীয়দের সুবিধা দেয়। আইসিসির আইন অনুসারে, আয়োজক দলের অধিনায়ক হওয়ায় টসের সময় কয়েন ছোড়ার দায়িত্বটা রোহিতের কাঁধেই পড়ে। অর্থাৎ, চাইলেই কয়েন দূরে ফেলার সুযোগ থাকছে ভারতীয় অধিনায়কের। বিশ্বকাপে দশ ম্যাচ খেলে ৫০ শতাংশ টস জিতেছেন রোহিত। যদিও গুরুত্বপূর্ণ ৫টি ম্যাচে- নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, রাউন্ড রবিন লীগে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে  টস জেতে ভারত। 

কিন্তু ভারতের খেলা এখন পর্যন্ত ১০ ম্যাচের টসের দিকে তাকালে দেখা যাবে, সেখানে রোহিতের জয়ের হার ৫০ শতাংশ। প্রথম পর্বের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে টস হেরেছেন রোহিত। এরপর পাকিস্তানের বিপক্ষে টস জয়ের পর হেরেছেন বাংলাদেশের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে টস জয়ের পর আবার হেরেছেন টানা দুই ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সেমিফাইনালসহ সর্বশেষ ৩ ম্যাচে টস জিতেছেন রোহিত।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান