অবশেষে ১৪ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন তকমা গায়ে লাগানোর পর প্রথম হার লিওনেল মেসিদের। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের কাছে হেরে গেছে ২-০ গোলে। হারের এই ক্ষত নিয়ে আগামী ২২ নভেম্বর ঐতিহাসিক মারাকান স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আর তাই সতীর্থদের জাগিয়ে তুলতে উৎসাহ দিলেন মেসি,'ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ক্লাসিক ম্যাচ। ঐতিহ্যের লড়াই। উরুগুয়ে ভালো খেলেছে। এমনটা হতেই পারে। আমাদের জেগে উঠতে হবে। মারাকানায় খেলা সহজ নয়।'
বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরু পেয়েছিল আর্জেন্টিনা। টানা চার ম্যাচ জিতে উড়ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে পঞ্চম ম্যাচে এসেই পথ হারিয়েছে লিওনেল মেসিরা।
উরুগুয়ের কাছে হারের পর মেসি বলেছেন,'উরুগুয়ে কঠিন প্রতিপক্ষ এবং শারীরিকভাবে শক্তিশালী দল। আমরা ভুগেছি, নিজেদের খুঁজে পাইনি। ম্যাচে আমরা স্বাভাবিক অনুভব করিনি। নিয়ন্ত্রণও নিতে পারিনি। তেমন সুযোগ তৈরি করতে পারিনি। তারা শারীরিক শক্তিশালী বিধায় অনেক আক্রমণ করেছে এবং গোল করেছে।'