, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ময়মনসিংহে রাকিব হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬

  • আপলোড সময় : ১৭-১১-২০২৩ ১০:৪৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৩ ১০:৪৮:৩১ পূর্বাহ্ন
ময়মনসিংহে রাকিব হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬
ময়মনসিংহ নগরীতে আব্দুর রাজ্জাক রাকিব নামের এক যুবককে হত্যার পাঁচ দিন পর প্রধান আসামি ইয়াছিন আরাফাত শাওন (৩৫) ও তার ভাই মাসুদ পারভেজসহ (৩৭) ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- আনিছুর রহমান ফারুক (৩৮), মো. মানিক (৩২), মো. মবিন (৩৩) ও শান্ত (২০)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানান, ছয়জনকে গ্রেপ্তার করে ময়মনসিংহে আনা হচ্ছে। এ ব্যাপারে শুক্রবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জের চায়নামোড় টোলবক্স এলাকায় সাইড না দেওয়াকে কেন্দ্র করে ট্রাকচালককে অহেতুক মারধরের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন স্থানীয় আব্দুর রাজ্জাক রাকিব। এ সময় আহত হন বাসচালক সাদেক আলী ও শহীদ মিয়া। এ ঘটনায় রোববার ইয়াছিন আরাফাত শাওনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা করেন নিহতের মা হাসি আক্তার।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস