, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


থানা হাজতে ছাত্রলীগ নেতাদের ছবি ভাইরাল, এসআই ক্লোজড

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৩ ০৮:০৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৩ ০৮:০৪:১২ অপরাহ্ন
থানা হাজতে ছাত্রলীগ নেতাদের ছবি ভাইরাল, এসআই ক্লোজড
এবার গ্রেপ্তারকৃত বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্না ও তার অনুসারীদের থানা হাজতে শুয়ে থাকার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা হাজতে এ ঘটনা ঘটেছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন কর্মীকে পিস্তল ঠেকিয়ে কুপিয়ে জখম করার মামলায় তারা গ্রেপ্তার হয়। 

এ ঘটনায় কাউনিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুল হককে ক্লোজ করা হয়েছে। জানা গেছে, আজ সোমবার (১৫ মে) সকাল থেকে ফেসবুকের নিউজফিডে ছবিটি ভাসছে। ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্না ও অনুসারীরা থানা হাজতে শুয়ে-বসে আছেন। 

এর আগে মান্নাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় আরও একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, অভিযান পরিচালনাকারী কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল হক মান্নাকে গাড়িতে বসিয়ে হাসি দিয়ে সেলফি তুলেছেন। এ ছবি দুটি এখন বরিশাল নগরীর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, থানার মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে। সেটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে ও তদন্তের স্বার্থে এসআই সাইদুল হককে ক্লোজ করা হয়েছে।
 
এর আগে রোববার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর বাশেরহাট খোলা এলাকা থেকে নৌকার প্রধান কার্যালয়ে যাওয়ার পথে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন সমর্থকের পথরোধ করেন ছাত্রলীগ নেতা মান্না ও তার অনুসারীরা। এসময় মান্না তাদের ওপর পিস্তল ঠেকান ও তার অনুসারীরা বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।

হামলায় আহতরা হলেন- নৌকার কর্মী হালিম, মনা ও জাহিদুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত মনা রাতেই বাদী হয়ে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্নাসহ ২১ জন নামধারী ও অজ্ঞাত পরিচয় ৫০ জনকে আসামি করে কাউনিয়া থানায় মামলা করেন।

এদিকে মামলার পরপরই কাউনিয়া থানাপুলিশ গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মান্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করে। সোমবার সকালে র‌্যাব আরও তিনজনকে গ্রেপ্তার করে কাউনিয়া থানায় সোপর্দ করে।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা