, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারল বাংলাদেশ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৩ ০৫:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৩ ০৫:১৯:১৩ অপরাহ্ন
বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারল বাংলাদেশ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের মধ্যে শক্তিমত্তায় বিস্তর ফারাক। বিশ্ব ফুটবলে অস্ট্রেলিয়া ২৭ নম্বর দল, বাংলাদেশের র্যাংকিং ১৮৩। তাই অস্ট্রেলিয়ার সঙ্গে জামাল ভূঁইয়ারা পেরে উঠবেন না, সেটা জানাই ছিল। দেখার ছিল হারটা কত ছোট হয়, কতটা লড়াই করতে পারে লাল-সবুজের দল।

না, লড়াইটাও হয়নি। হারও বেশ বড় ব্যবধানের। মেলবোর্নে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। 

এনিয়ে চতুর্থবার প্রতিপক্ষের কাছে সাত গোল হজম করলো বাংলাদেশ। সবশেষ ৩০ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭-০ গোলে হেরেছিল তারা। যদিও বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় ৯-০ গোলে।

গত ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৮২ সালে ইরানের একই ব্যবধানে হেরেছিল লাল-সবুজ পতাকাধারীরা। এছাড়া ১৯৭৫ সালে হংকংয়ে কাছে হারে ৯-১ ব্যবধানে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস