, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাভুমার কাজ কি শুধু টস করতে নামা?

  • আপলোড সময় : ১৬-১১-২০২৩ ০৪:২২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৩ ০৪:২২:২১ অপরাহ্ন
বাভুমার কাজ কি শুধু টস করতে নামা?
আজ ম্যাচের আগে নিজেই স্বীকার করেছেন শতভাগ ফিট নন। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল বলে কথা। এমন ম্যাচ হাতছাড়া করতে কে চায়? দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তাই নেমেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ টস জিতেছেন এবং ব্যাটিং বেছে নিয়েছেন। কলকাতার ইডেন গার্ডেনসে আগে ব্যাটিং করাটা গুরুত্বপূর্ণ। ফলে টস জিতে নিজের কাজটা করেছেন টেম্বা বাভুমা। এবং সেখানেই দায়িত্ব শেষ তাঁর।

এদিকে দক্ষিণ আফ্রিকা দলের এই ব্যাটিং লাইনআপে রিজা হেন্ডরিকস কেন জায়গা পান না, এ নিয়ে প্রশ্ন করেন অনেকেই। বিশ্বকাপে মাত্র দুই ম্যাচে খেলার সুযোগ হয়েছে তাঁর। বাভুমার অনুপস্থিতিতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ বলে ৮৫ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে ১২ রান করার পর আর দলে দেখা যায়নি তাঁকে। কারণ, চোট কাটিয়ে ফিরে এসেছেন বাভুমা।

এবার বিশ্বকাপে বাভুমা এসেছিলেন ৯১ এর ওপর স্ট্রাইকরেট ও প্রায় ৫৫ ছোঁয়া গড় নিয়ে। ওয়ানডেতে ২৯ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি তাঁর। এমন একজনকেই তো অধিনায়ক করতে চাইবে যেকোনো ক্রিকেট বোর্ড। কিন্তু বিশ্বকাপে এসেই ফর্ম হারিয়ে বসেছেন বাভুমা। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রান করেছিলেন। তাঁর সে ইনিংসের পরও বিশ্বকাপের রেকর্ড গড়ে ৪২৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৩৫ রান, কে জানত, বিশ্বকাপে এটাই তাঁর সর্বোচ্চ স্কোর হয়ে থাকবে। সেমিফাইনালের আগে ৭ ম্যাচে কোনো ফিফটি নেই। ১৪৫ রান করেছেন ৭৫ স্ট্রাইকরেটে, গড় ২০ এর একটু বেশি। এমন ফর্ম নিয়েই সেমিফাইনাল খেলতে নেমেছিলেন বাভুমা। কিন্তু নিম্নচাপের কারণে ইডেন পুরো পেসবান্ধব কন্ডিশন নিয়ে হাজির হলো। এবং এমন উইকেটে মাত্র ৪ বল টিকতে পারলেন বাভুমা। তারপরই মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

চলতি বিশ্বকাপে ৮ ইনিংসে বাভুমার রান তাই ১৪৫, গড় ১৮.১২। বাভুমার ব্যর্থতা অন্যদিন কুইন্টন ডি কক বা রাসি ফন দার ডুসেনরা ঢেকে না দিলেও তা নিয়ে চিন্তা করতে দেননি। আজ অন্যরাও পারেননি। পেসবান্ধব কন্ডিশনে ১২ ওভারের মধ্যে ২৪ রানে ৪ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ। ১৪ ওভারে ৪ উইকেটে ৪৪ রান দক্ষিণ আফ্রিকার।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস