আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই স্লোগানে ২০২৩-২৪ অর্থ বছরে "দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প" এর আওতায় ঘোড়াঘাট উপজেলায় ব্লক পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ে স্থানীয় কৃষকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১নং বুলাকিপুর ইউপির বলগাড়ী ব্লকের কুলানন্দপুর গ্রামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও ১নং বুলাকিপুর ইউপি'র প্রাক্তন চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষবিদ রফিকুজ্জামান। এসময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেনসহ প্রমুখ। কর্মশালায় কৃষকদের স্বল্প ব্যয়ে উন্নত জাতের সরিষা, মালচিং পদ্ধতির ব্যবহার, বিভিন্ন শাক-সবজি, মাসকালাই, ক্রেস, লাউ চাষের জন্য কৃষকদের পরামর্শ দেন কর্মকর্তারা।