ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এক মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আর এর এই ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজি পাহাড়ভাঙ্গা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আলিমউদ্দীনের পরিবারকে একই এলাকার দবিরুলের পরিবার দীর্ঘদিন ধরে উচ্ছেদের ও ক্ষতি করার চেষ্টা করে আসছে। অবশেষে বুধবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে দবিরুল ও তার পরিবার মুক্তিযোদ্ধা আলিমউদ্দীনের বাড়ির সামনে গিয়ে তার স্ত্রী ও পরিবারের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।
এসময় মুক্তিযোদ্ধা আলিমউদ্দীনের স্ত্রী বুলু বেগম ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় বুলু বেগমকে হত্যার উদ্দেশ্যে দবিরুলের ছেলে রায়হান হাতে থাকা ছোড়া দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। বুলু বেগম জীবন বাঁচাতে সড়ে গেলে আঘাতটি তার ঠোঁটে লেগে রক্ত ঝড়তে থাকে। একপর্যায়ে বুলু বেগম অজ্ঞান হয়ে গেলে আসামীরা তার গলা চেপে ধরে। শ্বাশুড়ীর এই অবস্থা দেখে বুলু বেগমের ছেলে বউ সাবিনা ইয়াসমিন ধাক্কা দিয়ে তাদের সরিয়ে দেয়। আসামীরা তাকেও হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে মারধর করে। তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বুলু বেগমের ছেলে রাসেল ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে বুলু বেগমের ছেলে রাসেল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় তিনজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান,লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।