, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

  • আপলোড সময় : ১৬-১১-২০২৩ ১০:২৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৩ ১০:২৪:১৮ পূর্বাহ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন
আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ১৬ নভেম্বর ভোর রাত ৪টার দিকে সফিপুর এলাকার ইবনে সিনা কারখানার সামনে এ আগুনের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
এদিকে প্রত্যক্ষ্যদর্শী নিরাপত্তাকর্মী শরিফুল ইসলাম জানান, তিনি মার্কেটের বারান্দায় বসে ছিলেন। আনুমানিক ভোর ৪টার দিকে দুর থেকে দেখতে পান কয়েকজন যুবক বাসটির পাশে দাঁড়িয়ে আছেন। এর কিছু সময় পর বাসে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।

পরে আগুন নেভানোর চেষ্টা করা হলেও ততক্ষণে বাসটি পুড়ে যায়। বাসটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়া দেখে মনে হয়েছে পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে তারপর আগুন দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু