, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে ৩৬ জন নিহত

  • আপলোড সময় : ১৫-১১-২০২৩ ০৬:৩৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৩ ০৬:৩৭:৩৪ অপরাহ্ন
জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে ৩৬ জন নিহত ছবি: সংগৃহীত
ভারতের জম্মু-কাশ্মীরে একটি বাস খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আর ২০ জন। খবর এনডিটিভির।

বুধবার (১৫ নভেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, ডোডার বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নীচে পড়ে যায়।

এদিকে, ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর কষ্টদায়ক। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’

আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।’

তিনি আরও লিখেছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।’
সর্বশেষ সংবাদ