সিরাজগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার জন্য সিরাজগঞ্জের চৌহালীতে নির্মিত অস্থায়ী অফিসে আগুন দিয়েছে দূর্বত্তরা। মঙ্গলবার রাতে বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের নির্বাচন পরিচালনায় চরছলিমাবাদ এলাকার ভুতের মোড়ে অবস্থিত এই টিনের ঘরে ও পাশের কাপড়ের দোকানে আগুন দেয়া হয়। এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির ছবি পুড়ে গেছে। এছাড়া আসবাব ও কাপড়ের দোকান পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দলীয় সূত্র দাবি করেছে।
বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মোল্লা জানান, স্থানীয় বিএনপি-জামাতের সন্ত্রাসীরা আগুন দিয়ে দলীয় কার্যালয়ে আগুন দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আগুন সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশে আমরা মাঠে আছি। কাউকে ছাড় দেয়া হবে না।
চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন জানান, দেশ জুড়ে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাসের অংশ হিসেবে এই নাশকতা তরা চালিয়েছে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম নুহু বাদি হয়ে মামলা দায়ের করেছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা আওয়ামীলীগ সহ দলের নেতৃবৃন্দ।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। এছাড়া একটি অবিস্ফোরিত ককটেল সহ আলামত উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।