, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে: ব্যারিস্টার খোকন

  • আপলোড সময় : ১৫-১১-২০২৩ ০৪:১৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৩ ০৪:১৭:২৬ অপরাহ্ন
তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে: ব্যারিস্টার খোকন ছবি: সংগৃহীত
নির্বাচনকালীন সরকারের ফয়সালা না করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে, সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তিনি একথা জানান। বিএনপির সব নেতা গ্রেপ্তার ও  অফিস তালাবদ্ধ রেখে তফসিল ঘোষণা, সাংঘর্ষিক আচরণ। 

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ হয়নি, যারা যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 

সংলাপ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাথে কোনো সংলাপ নয়। এর আগেও সংলাপে কথা দিয়েছিল, কিন্তু তারা কথা রাখে নাই। সুতরাং সংলাপ ফলপ্রসূ হবে না। বিশ্বাস ভঙ্গ করেছে আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনাকে ছাড়া সংলাপের আলাপ হলে, তখন ভেবে দেখবে বিএনপি। নির্বাচনকালীন সরকার ফয়সালা, শেখ হাসিনার পদত্যাগ ও ইসি পুনর্গঠন করলে সমাধান আসবে এই পরিস্থিতি থেকে বলেও জানান তিনি। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস