, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গাজায় নারী-শিশু হত্যা বন্ধ করতে হবে: ট্রুডো

  • আপলোড সময় : ১৫-১১-২০২৩ ০৩:৩৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৩ ০৩:৩৪:০৯ অপরাহ্ন
গাজায় নারী-শিশু হত্যা বন্ধ করতে হবে: ট্রুডো ফাইল ছবি
গাজায় নারী, শিশু ও নবজাতক হত্যা বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রয়টার্সের খবর।

মঙ্গলবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত ৭ অক্টোবর থেকে দেড় মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর  প্রথম ইসরায়েলের সবচেয়ে তীব্র সমালোচনা করলেন ট্রুডো।

সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, আমরা ইসরায়েল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ওখানে যা হচ্ছে টিভিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব সবি দেখছে। আমরা চিকিৎসক, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া ব্যক্তি, মা-বাবা হারানো শিশুদের কথা শুনছি। নারী, শিশু, নবজাতক হত্যার এই ঘটনা বিশ্ব দেখছে। এটা বন্ধ করতে হবে।

এরপর হামাসের সমালোচনা করে ট্রুডো বলেন, ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হামাসকে বন্ধ করতে হবে। সব জিম্মিকে মুক্তি দিতে হবে।’

গাজা থেকে প্রায় ৩৫০ কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা ও পরিবারের সদস্যদের স্থানান্তর করা হয়েছে বলেও জানান ট্রুডো।
ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর