, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইসরায়েলের হামলার মাঝেই গাজায় মুষলধারে বৃষ্টিপাত

  • আপলোড সময় : ১৫-১১-২০২৩ ০২:৫৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৩ ০২:৫৭:৪০ অপরাহ্ন
ইসরায়েলের হামলার মাঝেই গাজায় মুষলধারে বৃষ্টিপাত
এবার ইসরায়েলি দখলদারদের ভয়াবহ হামলার মাঝেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে অঞ্চলটিতে শুরু হয়েছে এ প্রাকৃতিক দুর্যোগ।

এদিকে হামলার মধ্যে বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছেছে অসহায় ফিলিস্তিনিদের। তীব্র বৃষ্টিপাতের জেরে উপত্যকার বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা।

এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন তাবু কিংবা খোলা জায়গায় অবস্থানকারী গাজাবাসী। আবাসস্থলে পানি জমে হয়ে উঠেছে বাসবাসের অনুপযোগী। এছাড়া, বৃষ্টির কারণে শুরু হওয়া শীতে কষ্ট ভোগান্তি বেড়েছে বহুগুণ।

কেননা বেশিরভাগ মানুষের কাছেই নেই গরম কাপড়। দেখা দিয়েছে বিভিন্ন রোগ-বালাই ছড়ানোর আশঙ্কা। তবে বৃষ্টিপাতের কারণে তাদের সুপেয় পানির সংকট কিছুটা দূর হবে বলে আশা করা হচ্ছে।
সর্বশেষ সংবাদ