, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমদানির খবরে পেঁয়াজ কেজিতে দাম কমলো ১০ টাকা

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৩ ০৬:০১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৩ ০৬:০১:৫৮ অপরাহ্ন
আমদানির খবরে পেঁয়াজ কেজিতে দাম কমলো ১০ টাকা
এবার ভারত থেকে আমদানির খবরে একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। দিনাজপুরের হিলিতে একদিন আগে দেশি পেঁয়াজের কেজি ৭০ টাকা বিক্রি হলেও আজ সোমবার ১৫ মে সকাল থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি ক্রেতারা। তারা বলছেন, স্বাভাবিক পর্যায়ে পেঁয়াজের দাম নামিয়ে না আনলে বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। এতে ভোগান্তি বাড়বে ক্রেতাদের।

এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানির সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন বন্দরের আমদানিকারকরা। সোমবার সরেজমিনে দেখা গেছে, হিলি বাজারের প্রতিটি কাঁচাপণ্যের দোকানে পর্যাপ্ত দেশি পেঁয়াজ মজুত রয়েছে। দামও কমেছে। অবশ্য শিগগিরই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার। 
রবিবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের মূল্যবৃদ্ধি বিষয়ে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় এ কথা বলেন তিনি। সভায় ওয়াহিদা আক্তার আরও বলেন, ‘উৎপাদন ও মজুত বিবেচনায় দেশে এই মুহূর্তে পেঁয়াজের দাম বাড়ার কোনও কারণ নেই। অথচ বাজারে দাম বেশি। কৃষি মন্ত্রণালয় বাজার পর্যবেক্ষণ করছে। দাম বাড়তে থাকলে শিগগিরই পেঁয়াজ আমদানির বিষয়টি বিবেচনা করা হবে।’

এদিকে হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা শেরেগুল ইসলাম বলেন, ‘ঈদের আগেও দাম স্বাভাবিক ছিল। সেসময় ২৫-৩০ টাকা কেজিতে কিনেছি। ঈদের পর থেকে দাম বাড়তে বাড়তে ৭০ টাকায় গিয়ে ঠেকেছে। এতে আমাদের মতো খেটে খাওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন। সোমবার সকাল থেকে কেজিতে ১০ টাকা কমেছে। হঠাৎ আমদানি খবরে কমে যাওয়া মানে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার অস্বাভাবিক করে তুলেছেন। কাজেই স্বাভাবিক পর্যায়ে দাম নামিয়ে আনার দাবি জানাই।’

স্থানীয় আরেক ক্রেতা ইয়াকুব আলী বলেন, ‘রবিবার পেঁয়াজ কিনেছি ৭০ টাকায়। আজ বাজারে এসে দেখি ৬০ টাকা। ব্যবসায়ীরা বলাবলি করছেন, ভারত থেকে আমদানি হচ্ছে। এ জন্য দাম কমেছে। তাহলে এতদিন সরবরাহে ঘাটতি থাকার যে কথা ব্যবসায়ীরা বলেছেন, তা কারসাজি। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
 
হিলি বাজারের ব্যবসায়ী শাকিল খান বলেন, ‘দুই মাস ধরে আমদানি বন্ধ। ঈদুল ফিতরের আগ পর্যন্ত দাম স্বাভাবিক ছিল। এরপর থেকে দাম বাড়তে বাড়তে ৭০ টাকায় উঠে গিয়েছিল। ইতোমধ্যে আমদানির অনুমতি দেওয়ার কথা বলেছে সরকার। এই খবরে মোকামগুলোতে সরবরাহ বেড়ে গেছে। যারা বাড়তি দামের আশায় মজুত করেছিলেন, তারা বাজারে ছেড়ে দিচ্ছেন। ফলে ৬০ টাকায় নেমে গেছে পেঁয়াজের কেজি।’

তিনি বলেন, ‘কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে আমদানি বন্ধ রেখেছিল কৃষি মন্ত্রণালয়। এ সুযোগে ৭০ টাকায় উঠে গিয়েছিল দাম। সামনে ঈদুল আজহা। এ সময়ে পেঁয়াজের বাড়তি চাহিদা থাকে। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় আমদানির অনুমতি দেওয়ার কথা বলেছে, এরই পরিপ্রেক্ষিতে কেজিতে ১০ টাকা কমেছে। আমদানি শুরু হলে দাম মানুষের নাগালে চলে আসবে।’

আমদানির সব প্রস্তুতি নিয়ে রেখেছি উল্লেখ করে শহিদুল ইসলাম আরও বলেন, ‘কয়েকজন আমদানিকারক ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছেন। অনুমতি দেওয়ার পরদিন থেকে আমদানি শুরু হবে। আমদানিকৃত পেঁয়াজ ২৫-৩০ টাকার মধ্যে থাকবে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘কৃষি মন্ত্রণালয় থেকে আমদানির যেসব অনুমতি দেওয়া ছিল, সেগুলোর মেয়াদ ছিল গত ১৫ মার্চ পর্যন্ত। এরপর আর অনুমতি দেয়নি। ফলে ১৬ মার্চ থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ আছে। কবে নাগাদ আমদানি হবে, তা এখনও আমাদের জানানো হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে আমদানির অনুমতি মিলতে পারে বলে শুনেছি।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস