, বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


জরুরি মিটিংয়ে বসছে বিসিবি

  • আপলোড সময় : ১৪-১১-২০২৩ ০২:১৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৩ ০২:১৭:৩২ অপরাহ্ন
জরুরি মিটিংয়ে বসছে বিসিবি ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ব্যর্থতা শেষে গতকাল রোববার সকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপে দেশের ক্রিকেটের এই ব্যর্থতা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ২১ তারিখ ঢাকায় পা রাখবে কিউইরা। আর এই সিরিজকে সামনে রেখে দল নির্বাচন করতে আজ জরুরী মিটিংয়ে বসবেন বিসিবির নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

গুঞ্জন আছে, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন লিটন দাস! তবে এ বিষয়ে এখনো লিটন কিছুই জাননি। এমনটি জানিয়েছে ক্রিকেট বোর্ড।

তবে লিটন খেললেও নির্বাচকদের জন্য একটি শক্ত দল নির্বাচন করা বেশ কঠিন হবে। এর অন্যতম কারণ নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না। ইনজুরির কারণে থাকবেন না দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

এসকল কারণে এই সিরিজে আলোচনায় আছেন জাতীয় লিগে ছন্দে থাকা নুরুল হাসান সোহান। জোড়া সেঞ্চুরিতে দলে ফেরার আভাস দিচ্ছেন খুলনার এই ক্রিকেটার। 
সর্বশেষ সংবাদ
‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা

‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা