দ্বাদস সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি। ঘোষণা করবেন নির্বাচনের তফসিল। ভোট জানুয়ারির প্রথম সপ্তাহে।
এর আগে সোমবার আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, নভেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে।
সাংবাদিকরা তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কমিশন জানিয়েছে নভেম্বর মাসের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। যেহেতু মাসের প্রথমার্ধের আরও কয়েকদিন বাকি আছে, সে পর্যন্ত অপেক্ষা করুন। এরআগে, গত শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে।