আগামী বৃহষ্পতিবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। আর্জেন্টিনার লা বম্ববোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচ উপলক্ষে এরই মধ্যে লিওনেল মেসি আর্জেন্টিনায় পৌঁছেছেন। মেজর সকার লিগে খেলা না থাকায় ছুটিতে রয়েছেন মেসি।
তবে ইন্টার মায়ামির হয়ে একটা প্রদর্শনী ম্যাচে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। মূলত মেসির অষ্টম ব্যালন ডি অর পাওয়ার উৎসব করতেই ম্যাচটি আয়োজন করেছিল ইন্টার মায়ামি। মেসি গত রোববার যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌঁছেছেন। বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে দেশে পৌঁছানোর পর বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ব্যাপকভাবে অভ্যর্থনা জানানো হয়।
জাতীয় দলে মেসির অন্য সতীর্থরা একদিন পরে অর্থাৎ সোমবার আর্জেন্টিনায় পৌঁছেছে। লিওনেল মেসি ছুটিতে থাকলেও অন্যদের লিগের খেলা ছিল। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য এজেইজা স্টেডিয়ামে অনুশীলন কবে মেসিরা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি রিভার প্লেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু এ স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের কারণে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে উরুগুয়ের ম্যাচ শেষে আর্জেন্টিনা ব্রাজিল সফরে যাবে। এ মাসের তো বটেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটির মাঝ দিয়ে আর্জেন্টিনা এ বছরে বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে। মূলত এ মাসের পর দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের আর কোনো ম্যাচ নেই।