, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেট্রোরেলে বিজ্ঞাপনী পোস্টারে সৌন্দর্য নষ্টের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৩ ১০:৩০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৩ ১০:৩০:৩০ পূর্বাহ্ন
মেট্রোরেলে বিজ্ঞাপনী পোস্টারে সৌন্দর্য নষ্টের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
এবার মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপনী পোস্টারের বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গতকাল সোমবার ১৩ নভেম্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এদিকে এম এ এন ছিদ্দিক জানান, ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে তদন্ত কমিটি আজ মঙ্গলবার ১৪ নভেম্বর ট্রেনগুলো পরিদর্শন করবে।
 
জানা যায়, আয় বাড়াতে অন্যান্য দেশের মতো ঢাকার মেট্রোরেলেও বিজ্ঞাপনের জন্য জায়গা ভাড়ার সুযোগ রেখেছে ডিএমটিসিএল। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান মিডিয়া কমের সঙ্গে পাঁচ কোটি টাকার চুক্তি করেছে।

এদিকে বিজ্ঞাপনী সংস্থাটি তৃতীয় পক্ষের বিজ্ঞাপন প্রচার করছে মেট্রোরেলে। ট্রেনজুড়ে লাগানো ফ্রিজ, টিভির বিজ্ঞাপনের ছবি ছড়িয়ে পড়লে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। সৌন্দর্য নষ্টের অভিযোগ তুলে যাত্রীরাও অসন্তোষ জানান।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস