, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের বোন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৩ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৩ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের বোন
এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন ম্যারিয়্যান ট্রাম্প ব্যারি মারা গেছেন। সোমবার (১৩ নভেম্বর) ৮৬ বছর বয়সে তিনি মারা যান। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যারিয়্যান ট্রাম্পের মরদেহ সোমবার ভোর চারটায় তার ফিফথ অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টে পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
 
তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ব্যক্তি নিউইয়র্ক পোস্টকে বলেছেন, সোমবার সকালে ম্যারিয়্যানের বাড়িতে পুলিশ আসেন। তবে কী কারণে বাড়িতে পুলিশ এসেছিল এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানান নি কেউ। অন্যদিকে এ বিষয়ে ট্রাম্পের একজন মুখপাত্র কোনো মন্তব্য করেননি।অন্যদিকে এবিসি নিউজ জানিয়েছে, সোমবার জরুরি সেবার হটলাইনে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত এক ব্যক্তির সাহায্যের কল আসে।

এদিকে ম্যারিয়্যান তিন মেয়াদে ইউএস কোর্ট অব অ্যাপিলসে সিনিয়র জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৯ সালে তিনি অবসর গ্রহণ করেন। ডিস্ট্রিক্ট অব নিউ জার্সির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে ১৯৮৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাকে নিয়োগ দেন। এরপর ১৯৯৯ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে ইউএস কোর্ট অব অ্যাপিলসে তৃতীয় মেয়াদে নিয়োগ দেন।
 
এ নিয়ে ট্রাম্পের চার ভাইবোনের মধ্যে তিনজনই মারা গেলেন। ২০২০ সালের আগস্টে তার ছোট ভাই রবার্ট ট্রাম্প ৭১ বছর বয়সে  মারা যান। তার আরেক ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়র ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে মাত্র ৪২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। ট্রাম্পের ক্ষমতায় থাকার মেয়াদের শেষের দিকে তার ভাই ফ্রেডের মেয়ে ম্যারি তার একটি বই ও কিছু অডিও রেকর্ড প্রকাশ করেন।

সেখানে প্রাপ্ত তথ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বোন ম্যারিয়্যানের করা বাজে ব্যবহার প্রকাশ পায়। সেসময় থেকে ডোনাল্ড ট্রাম্প ও তার বড় বোনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তবে সম্প্রতি ট্রাম্প ও তার বোনের মধ্যকার সম্পর্কের কিছুটা উন্নতি হয়। নিউ জার্সির বেডমিনিস্টারে অবস্থিত ট্রাম্পের ক্লাবে গত গ্রীষ্মে দেখাও করেন তারা।
সর্বশেষ সংবাদ