চলতি ভারত বিশ্বকাপে বড় ব্যর্থতার পর পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মরনে মরকেল। আজ সোমবার (১৩ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এ তথ্য জানা গেছে। পিসিবির ওয়েবসাইটের বিবৃতি অনুসারে জানা গেছে, পাকিস্তানের পেস বোলিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মরকেল।
এই বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ছয় মাসের চুক্তিতে পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই সাবেক প্রোটিয়া পেসার। এক মাস বাকি থাকতেই চাকরি ছেড়ে দিলেন মরকেল। এদিকে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে পাকিস্তান। যে কারণে পিসিবিকে খুব কম সময়ের মধ্যেই নতুন পেস বোলিং কোচ নিয়োগ দিতে হবে।
এক্ষেত্রে পাকিস্তানের সাবেক ডানহাতি পেসার ওমর গুলকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে কয়েকটি সূত্রে জানা গেছে। বিশ্বকাপে পাকিস্তানের বোলিং আক্রমণ প্রত্যাশার কোনো কিছুই দেখাতে পারেনি। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে চুক্তি নবায়নে আগ্রহ দেখাননি মরকেল। এ বিষয়ে নিজের মতামত পিসিবিকে জানানোর পর পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন মরকেল।