, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অপূর্ণতা ঘুচাতে ২০২৭ বিশ্বকাপের দিকে তাকিয়ে সোহান

  • আপলোড সময় : ১৩-১১-২০২৩ ০৪:২০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৩ ০৪:২০:১২ অপরাহ্ন
অপূর্ণতা ঘুচাতে ২০২৭ বিশ্বকাপের দিকে তাকিয়ে সোহান
এবারের বিশ্বকাপটি বাংলাদেশের ছিল ব্যর্থতার মোড়কে ঢাকা। ৯ ম্যাচ খেলে টাইগাররা জয় পেয়েছে মাত্র ২টিতে। ফলে এখন থেকেই ২০২৭ বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার তাগিদ দেশের ক্রিকেট মহলে। বাংলাদেশের অন্যতম প্রতিভাবান উইকেটরক্ষক ব্যাটার ধরা হয় নুরুল হাসান সোহানকে। তিনিও সেই বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছেন। বেশ কয়েকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ৫০ ওভারের কোনো বিশ্ব আসরে খেলার সুযোগ হয়নি তার। আগামী ২০২৭ বিশ্বকাপে সেই অপূর্ণতা ঘুচাতে চান এই উইকেটরক্ষক ব্যাটার।

এ কারণে নিজেকে এখন থেকেই তৈরি রাখছেন সোহান। বিশেষ করে নিজের প্রক্রিয়া মেনে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেন, 'ওয়ানডে বিশ্বকাপ খেলা আমারও স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি বা তিনটি খেলেছি। ওয়ানডে বিশ্বকাপ খেলিনি। অবশ্যই আশা আছে নিজেকে যেন ওইভাবে গুছিয়ে নিতে পারি। ২০২৭ বিশ্বকাপে যেন থাকতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি। এটার জন্য যে প্রসেসটা মেইটেইন করা দরকার আমি সেই প্রক্রিয়াটা মেনে চলছি। নিজের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করব যেন নিজের শতভাগ দিতে পারি।'

এদিকে বেশ কয়েক বছর ধরেই টি-টোয়েন্টিতে তাকে ফিনিশার বানানোর চেষ্টা করা হয়েছে। অনেকবার সফল হয়েছেন, ব্যর্থও হয়েছেন। তবে গত কিছুদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য সোহান। তিনি জানিয়েছেন স্লগার হওয়ার কোনো লক্ষ্য নেই তার। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই তিনি দলে জায়গা করে নিতে চান। অবশ্য দলের প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতেই খেলতে চান তিনি।

এদিকে সোহানের ভাষ্য, 'আমি স্লগার হতে চাই না। আমি প্রোপার ব্যাটসম্যান হতে চাই। প্রপার ব্যাটসম্যানের মতোই ব্যাটিং করতে চাই। আমি ঘরোয়াতে যখন ব্যাটিং করি সময় নিয়ে ফিনিশ করা বা এটা একটা প্যাটার্নের মধ্যে থাকে (কি করতে হবে) । দলের প্রয়োজনে আসলে আমি যেকোনো পরিস্থিতিতেই খেলতে প্রস্তুত।'

তিনি আরও বলেন, 'কিন্তু আমার মনে হয় না আমি নির্দিষ্ট কোনো জায়গার জন্য আমি বসে আছি, আমি এখন পুরোপুরি মুক্ত। একটা ব্যাটসম্যানের যেসব জায়গায় ব্যাটিং করা দরকার যে আত্মবিশ্বাসের দরকার, দলের জন্য যতটা অবদান দরকার, এই জিনিসটা আমি তৈরি করার চেষ্টা করছি। আমি একটা প্রক্রিয়ার মধ্যে আছি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি।'
ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর