চকরিয়া প্রতিনিধি, মোহাম্মদ রিদুয়ান হাফিজ: চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০ টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,বর্তামান সরকার কৃষি বান্ধব সরকার।সরকার কৃষকদের জন্য অনেক প্রণোদনা দিচ্ছে।বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন,কোন জমি যাতে অনাবাদি না থাকে সে জন্য সরকারের পক্ষে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।এটার প্রতিফলন হিসেবে সরকার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু,চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জেসি চৌধুরী,চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার এস.এম.নাসিম হোসেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুসা ও বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ প্রমুখ।
এছাড়া চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।