এবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মাণাধীন টানেল ধসে পড়ে ৪০ জন শ্রমিক আটকা পড়েছেন। আটকেপড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
এদিকে রাজ্যের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা দুর্গেশ রাথোদি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘প্রায় ৪০ জন শ্রমিক টানেলের ভেতরে আটকা পড়েছেন। ধ্বংসাবশেষের মধ্য দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।’ অন্যদিকে রাজ্যটির উত্তরকশি শহরের সিনিয়র পুলিশ কর্মকর্তা প্রশান্ত কুমার এনডিটিভিকে বলেছেন, ‘৪০ জন শ্রমিকই এখন পর্যন্ত নিরাপদ আছেন। তাদের পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আমরা প্রতিনিয়তই তাদের সঙ্গে যোগাযোগ করছি।’
তিনি আরও বলেন, ‘টানেলে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা। তাদের কাছে খাবার ও পানি পাঠানো হয়েছে।’ জানা গেছে, উত্তরাখণ্ডের সিল্কইয়ারা ও দান্দানগাঁওকে সংযুক্তকারী টানেল নির্মাণের কাজ শেষে বের হচ্ছিলেন নাইট শিফটের শ্রমিকরা। এসময় ডে শিফটের শ্রমিকরা প্রবেশ করতে গেলে হঠাৎ করেই সেটি ধসে পড়ে।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টানেলের প্রায় ২০০ মিটার অংশ ধসে পড়েছে। শ্রমিকদের উদ্ধার করতে এই ২০০ মিটারের সব ধ্বংসস্তূপ সরাতে হবে। আপাতত ভেতর আটকেপড়া শ্রমিকদের কাছে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ছোট একটি ছিদ্র করে এর মাধ্যমে অক্সিজেন পৌঁছানো হচ্ছে।
এদিকে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আটকেপড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনার বিষয়ে আমরা আশাবাদী। তবে এ উদ্ধারকাজে সফলতা পেতে কত সময় লাগবে, সেটি বলা কঠিন।’